লক্ষ্মীপুরে গত ১০ বছরে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন পরিসংখ্যান ব্যুরো। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে 'জেলা রিপোর্ট প্রকাশনা ও অর্থনৈতিক শুমারি ২০১৩' এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান ব্যুরো আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, বাংলাদেশ ব্যুরোর পরিসংখ্যান কর্মকতা মো. নাজমুল হক, জেলা পরিসংখ্যান ব্যুরো উপ-পরিচালক মো. মমতাজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা