দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে ৬টি স্কুলের কেউ পাশ করেনি। ফলাফল শুন্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান।
বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে জানা যায়, শূন্য ফলাফল প্রাপ্ত স্কুলের মধ্যে রয়েছে, ভানগামালিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়, সদর, নীলফামারী। পরীক্ষার্থীর সংখ্যা-২জন। মারগোয়ান আদর্শ জুনিয়র স্কুল, খানসামা, দিনাজপুর। পরীক্ষার্থীর সংখ্যা-১জন।
ননদোয়ার জুনিয়র স্কুল, রানীশংকৈল, ঠাকুরগাও। পরীক্ষার্থীর সংখ্যা-২জন। গোলাহা কান্তমনি জুনিয়র স্কুল, পঞ্চগড় সদর, পঞ্চগড়। পরীক্ষার্থীর সংখ্যা-২জন। টেপরিগঞ্জ জুনিয়র গার্লস স্কুল, দেবীগঞ্জ, পঞ্চগড়। পরীক্ষার্থীর সংখ্যা-৪জন। বামন হাট জুনিয়র গার্লস উচ্চ বিদ্যালয়, বোদা, পঞ্চগড়। পরীক্ষার্থীর সংখ্যা-৭জন।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম