উপজেলা পর্যায়ে নারী নেত্রীদের দ্বারা বাস্তবায়িত ‘দুর্যোগে নারীর রেসিলিয়েন্স’ কার্যক্রমের অগ্রগতি, লারিং, সেয়ারিং ও সুনির্দিষ্ট চাহিদা বিষয়ক নারী সম্মেলন ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের টেপখোলাস্থ খামার বাড়ীতে আয়েজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নারী ফোরামের সভাপতি ঝর্ণা হাসান।
নারী শক্তি ফাউন্ডেশনের সভাপতি সূর্য বেগমের সভাপতিত্বে নারী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাহিদা বেগম, সাংবাদিক কামরুজ্জামান সোহেল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- একেকের প্রজেক্ট ম্যানেজার এস এম কুদ্দুস মোল্লা, মরিয়ম বিবি লিপি, শাহনাজ আক্তার, সুদিপা সরকার শিউলী প্রমুখ।
অস্ট্রিলিয়া এইড, অ্যাকশন এইডের সহযোগিতায় এবং আমরা কাজ করি (একেকে), নারীদলের আয়োজনে এ নারী সম্মেলনে ফরিদপুর জেলার চরাঞ্চলের শতাধিক নারী অংশ নেন।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম