চুয়াডাঙ্গার দলকা ও মরাগাংনী বিল ভুয়া মৎস্যজীবী সমিতির দখলমুক্ত করে প্রকৃত মৎস্যজীবী সমিতির নামের বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দলকা-মরাগাংনী মৎস্যজীবী সমিতি।
সংবাদ সম্মেলনে মৎস্যজীবীরা বলেন, স্থানীয় সংসদ সদস্যর আশির্বাদপুষ্ট একটি গোষ্টি মৎস্যজীবী সেজে ভুয়া সমিতি গঠন করে এলাকার বিল-বাওড় বরাদ্দ নিচ্ছে। অথচ এলাকার প্রকৃত মৎস্যজীবীরা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। সম্মেলনে দলকা ও মরাগাংনী এলাকার অর্ধ-শতাধিক মৎস্যচাষী সম্মেলনে উপস্থিত হয়ে দাবি উপস্থাপন করে।
এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সদস্য ওয়াহেদ আলী। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওমর আলী।