ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই অাঞ্চলিক সড়কের সরাইল উপজেলার ধর্মতীর্থ হাওরের কাছে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তারা হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রী নিয়ে একটি অটোরিকশা নাসিরনগর যাচ্ছিল। পথে ধর্মতীর্থ হাওরের কাছে ইট বোঝাই একটি পাওয়ার টিলার (ট্রাক্টর) ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী অাহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তাদের একজনের মৃত্যু হয়। অাহত বাকি চারজনের মধ্যে দু’জন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকি দু’জনকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম