কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার ভোর ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকার থ্রি-স্টার হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার চকবাজারের নাজিম উদ্দিন রোডের মামুন মিয়ার স্ত্রী কনিকা রহমান (৩২), চাঁদপুরের কচুয়া থানার সাচার গ্রামের সুনীল সাহার ছেলে ব্যবসায়ী সোহাগ সাহা(২৫) ও মেহেরপুরের রফিকুল ইসলাম(৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পদুয়া এলাকায় থ্রি-স্টার ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে এবং পাশ্ববর্তী হোটেলে খাবার শেষে চালক লবণবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৬৩২) নিয়ে উল্টোপথে যাত্রা শুরু করে। এ সময় একই পাশ থেকে আসা একটি পরিবহনের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গাড়ি দুটির সম্মুখ অংশ দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে বাসের যাত্রী সোহাগ সাহা ও রফিকুল ইসলাম নিহত হয় এবং চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনিকা রহমানের মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে ১৫ জন। তারা ফেনী সদর হাসপাতাল ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়। খবর পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটকবলিত গাড়িগুলো উদ্ধার শেষে থানায় নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/মাহবুব