ফরিদপুর-রাজবাড়ী অঞ্চলের দুর্ধর্ষ সর্বহারা নেতা, মাধব বাহিনীর প্রধান মাধব লাল ঘোষকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বালিয়াকান্দি এলাকার আকশুকনা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি স্যুটার গান, একটি ম্যাগজিন, তিন রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব ফরিদপুর অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। র্যাবের এএসপি হুমায়ুন কবির জানান, মাধব লাল ঘোষ নিজে একটি বাহিনী প্রতিষ্ঠা করে ফরিদপুর, রাজবাড়ীসহ আশ পাশের জেলায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিক্তিতে র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে ঘেরাও করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাদাবাজী ও অস্ত্র আইনে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, মাগুরা থানায় একাধিক মামলা রয়েছে। সে একটি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ