দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাক্টর চাপায় ববিতা শীল (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। নিহত ববিতা বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউপির দিনেশ শীলের মেয়ে এবং বোচাগঞ্জ মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
শুক্রবার সকাল ৯টায় বোচাগঞ্জের ঈশানিয়া ইউনিয়নের ডকচাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঈশানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উৎপল রায় জানান, বোচাগঞ্জের ঈশানিয়া ইউনিয়নের দিনেশ শীলের মেয়ে ববিতা শীল সকালে বাড়ি হতে বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে ঈশানিয়া ইউনিয়নের ডকচাই নামক স্থানে একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ