দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ ২ জন নিহত হয়েছে। দিনাজপুরের বোচাগঞ্জের ঈশানিয়া ইউনিয়নের ডকচাই নামক স্থানে ট্রাক্টর চাপায় ববিতা শীল (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এছাড়া জেলার চিরিরবন্দরে দিনাজপুর-পাবর্তীপুর সড়কের বেলতলীবাজারের পূর্বপাশে আমতলী নামক স্থানে ট্রাক চাপায় সুইটি (১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
নিহত ববিতা শীল বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউপির দিনেশ শীলের মেয়ে এবং বোচাগঞ্জ মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। অপরদিকে, চিরিরবন্দরে নিহত সুইটি বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং আব্দুলপুর ইউনিয়নের হযরতপুর গ্রামের সাদেকুর রহমানের মেয়ে।
বোচাগঞ্জের ঈশানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উৎপল রায় জানান, বোচাগঞ্জের ঈশানিয়া ইউনিয়নের দিনেশ শীলের মেয়ে ববিতা শীল সকালে বাড়ী থেকে বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে ঈশানিয়া ইউনিয়নের ডকচাই নামকস্থানে একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
চিরিরবন্দর বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ-উল-আলম জানায়, শুক্রবার দুপুর ১২টায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সুইটি (১৪) বেলতলীবাজারে তার স্কুল ড্রেসের কাপড় ক্রয় করে বাইসাইকেল যোগে তার আড়াই বছর বয়েসী ভাতিজীকে নিয়ে বাড়ি ফিরছিল। এসময় তারা বেলতলীবাজারের পূর্বপাশে আমতলী নামক স্থানে পৌঁছলে দিনাজপুরগামী একটি ট্রাক তাদেরকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুইটি মারা যায় এবং সাইকেলে থাকা ওই শিশুটি রাস্তার ধরে ছিটকে পড়ে যায়। চালক ও হেলপার পলাতক রয়েছে। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা অন্তত দু’ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৬/হিমেল