পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে শফিউল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। শুক্রবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
ঘটনার পর থেকে নিহত শফিউলের চাচাতো ভাই নাজমুল (২৫) পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, একই বাড়ির দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা মিমাংসার জন্য বসেন। শুক্রবার সকালে সকালে নাজমুল এসে জমি বুঝিয়ে দেয়ার জন্য শফিউলকে হুমকি দেয়। এ নিয়ে উভয়েই বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে শফিউলকে মারধর মারতে থাকেন। এতে শফিউল আহত হয়ে মাটিতে লুটিয়ে পরেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা