ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য শহিদুল্লাহকে মারাত্বকভাবে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মঠবাড়িয়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা জানান, রাতে ইউপি সদস্য শহিদুল্লাহ দোকান থেকে বাড়ি যাওয়ার সময় একই এলকার জাহাঙ্গীর, মো: শাহাদাত ও মনজের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এর আগে স্থানীয়রা সন্ত্রাসী মনজকে ধরে গণধোলাই দেয়। বর্তমানে দুইজনই ফেনী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৬/হিমেল