নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে জেলা বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশন পণ্ড হয়ে গেছে। এ সময় শহরের বিভিন্ন স্থানে দুই পক্ষের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতবোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বিকেল ৪টার দিকে নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ জনকে জেলা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকেল চারটার দিকে নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদের বক্তব্য চলাকালে সভাপ্রতি প্রার্থী হারুনুর রশিদ আজাদ ও মাহবুব আলমগীর আলোর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এর এক পর্যায়ে উভয় উক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উত্তেজনাকর পরিস্থিতি দেখে অতিথিরা মঞ্চ ত্যাগ করেন। এক পর্যায়ে দুই পক্ষ শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়ে পরে এবং ভাংচুর ও হাতবোমা বিষ্ফোরণ ঘটায়।
এ ব্যাপারে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি সামাল দিতে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সন্ধ্যায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ শিল্পকলা একাডেমির সামনে সংবাদ সম্মেলনে কাউন্সিল অধিবেশন স্থগিত গোষণা করেন। এসময় তিনি সম্মেলনে গোলযোগের কথা স্বীকার করে বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল তাই সম্মেলনে এই ধরণের পরিস্থিতি স্বাভাবিক।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৬/হিমেল