জাতীয় ক্রিকেটে নিজেদের শূন্যতা দূর করতে চান কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়াড় এবং সংগঠকরা। এ উপলক্ষে শুক্রবার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তারারা।
সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন, বিসিবির কর্মকর্তা এমদাদুল হক এমদু, মাহবুব আলী জ্যাকি ও সাবেক খেলোয়াড় ফয়সল হোসেন ডিকেন্স প্রমুখ।
সভায় বক্তারা জানান, কুমিল্লার সাবেক ও বর্তমান ৪০০ ক্রিকেটার মিলে একটি এসোসিয়েশন করার পরিকল্পনা করা হয়েছে। কুমিল্লা ক্রিকেট ডেভলপমেন্ট এসোসিয়েশন নামে এ সংগঠনটি ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচ বছর তৃণমূল থেকে ক্রিকেটার তুলে এনে প্রশিক্ষণ দিবে। প্রশিক্ষকরা বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিবেন।
উল্লেখ্য, এনামুল হক মনি ও ফয়সল হোসেন ডিকেন্স সর্বশেষ কুমিল্লা থেকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করেন।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা