নতুন ইংরেজি বছরকে বরণ করতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দেশি-বিদেশি পর্যটকদের আগমন বেড়ে গেছে। শুক্রবার সারা দিনই ভ্রমণপিপাসু পর্যটকদের উম্মাদনায় পুরো সৈকত জুড়ে ছিল আনন্দময় পরিবেশ। এখানকার হোটেল-মোটেলগুলো আগে থেকেই বুকিং হয়ে গেছে বলে হোটেল মালিকদের সূত্রে জানা গেছে।
রাখাইন মার্কেট, ঝিনুকের দোকান, খাবারঘর, চটপটির দোকাগুলোতে এখন কেনাকাটার ধুম। নারিকেল বাগান, ইকোপার্ক, ইলিশপার্ক, জাতীয় উদ্যান, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার, সুন্দরবনের পূর্বাঞ্চল খ্যাত ফাতরার বনাঞ্চল, ফকির হাট, গঙ্গামতি, কাউয়ার চর, লেম্বুর চর, শুটকি পল্লী ও সৈকতের জিরো পয়েন্টও এখন শিশু, কিশোর, যুবক-যুবতীসহ নানা বয়সী পর্যটকদের পদচারণায় মুখরিত।
বাহউদ্দিন নামের এক শিক্ষার্থী বলেন, নতুন বছর উদযাপনে ঢাকা থেকে বন্ধুদের নিয়ে আমরা এখানে এসেছি। কুয়াকাটার সৈকতের অপরূপ দৃশ্য দেখে অসাধারণ লাগছে।
পর্যটকরা এখনো আসছে বলে জানিয়েছেন কুয়াকাটা ট্যুরিষ্ট সেন্টারের ম্যানেজার আবুল হোসেন রাজু। কুয়াকাটা হোটেল মোটেল মালিক সংঘেে সাধারণ সম্পাদক মো. মোতালেব শরিফ বলেন, নতুন বছরের আগমন উপলক্ষে আগাম বুকিং রয়েছে। এখনো অনেক পর্যটক রুমের জন্য যোগাযোগ করছে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহকারি পুলিশ সুপার মীর ফসিউর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তা দিতে আমাদের পুলিশ বিভিন্ন দর্শনীয় স্পটে টহল দিচ্ছে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা