নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নব নির্বাচিত কাউন্সিলরদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এছাড়াও তিনি পূর্বের মতো আবারও এলাকার মাদক নির্মূলে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ সকল মানুষের সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ডে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আহ্বান জানান। লক্ষ্মী নারায়ণ কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষ্যে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে শামীম ওসমান বলেন, ‘গতবছর সিদ্ধিরগঞ্জ বঞ্চিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থেকেই সর্বচ্চ ট্যাক্স পরিশোধ করা হয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি রাখবেন না, সব কাউন্সিলর এক থাকবেন যাতে সিদ্ধিরগঞ্জের জন্য বেশি উন্নয়ন নিয়ে আসা যায়। কারণ আমার স্বার্থ আছে, এটা আমার নির্বাচনী এলাকা। রাস্তাঘাটের দায়িত্ব কাউন্সিলরদের। আপনারা সবাই এক থেকে এক নাম্বার, ৫ নম্বার ওয়ার্ডে আনেন সেটা ব্যাপার না, কাজ আনতে হবে। রাস্তা ঘাট ছাড়া বাকি কাজগুলো আমি দেখবো। আমি যাবার আগেই সব কাজ করে দিবো।
মাদক নির্মূল বিষয়ে শামীম ওসমান বলেন, ‘মাদকটা বেসিক সমস্যা হয়ে গেছে। অনেক সিনিয়র জুনিয়র ভাই বোন সবাই মনে করে যারা রাজনীতি করে এটা শুধু তাদের আর পুলিশের দায়িত্ব। আসলে মাদক একটা সামাজিক ব্যাধী। এটা আমার আপনার সকলের সমস্যা। এর জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সমালোচনা করতে পছন্দ করি, নিজের দায়িত্ব পালন করতে পছন্দ করি না। তাই এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মাদক নির্মূলে আমার নির্বাচনীয় এলাকার প্রতিটি ওয়ার্ডে একটা করে নাগরিক কমিটি করবো। যেখানে সবাই মিলে কাজ করে মাদক নির্মূল করবো, তাছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়।’
লক্ষ্মী নারায়ণ কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সালমা ওসমনা লিপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দাস, নাসিক কাউন্সিলর ও থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, রুহুল আমিন মোল্লা, ইফতেখার আলম খোকন, সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম, মিনোয়ারা বেগম, আয়েশা আক্তার দিনা, আনোয়ার হোসেন মেহেদী প্রমূখ।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৬/হিমেল