টেকনাফে দুই সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছে। এতে নারীসহ আরও ৩ যাত্রী গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধা ৬ টার দিকে টেকনাফ-হ্নীলা জাদিমুরা এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রথমে হ্নীলা ফুলের ডেইল এলাকার মোঃ হোসনের স্ত্রী ফাতেমা বেগম(৩০), একই এলাকার শামসুল আলমের স্ত্রী হাজেরা বেগম(২৫), তার কণ্যা সালমা আক্তার (৩) ও টেকনাফ পৌরসভার কে কে পাড়ার জুবাইরের স্ত্রী নূর নাহার(১৮) আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফাতেমা বেগমকে (৩০) মৃত ঘোষণা করে। এছাড়া গুরুত্বর আহত হাজেরাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার স্থানান্তর করা হয়।
এদিকে সড়ক দুর্ঘটনার খবরে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৬/হিমেল