নোয়াখালীর সুধারামের পূর্ব শুল্ল্যকিয়া গ্রামে সিএনজি চুরির মামলার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মনোয়ারা বেগম (৪৫), নাসিমা বেগম (৪২), শিশু অন্তার, আলী আশ্রাফ (৫০), ইসমাইল (৩৫) ও সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজনরা জানান, গত ৪ ডিসেম্বর আশ্রাফের একটি সিএনজি চুরি হয়। পরে আশ্রাফ বাদী হয়ে সুধারাম থানায় ফেরদৌসসহ চার জনের বিরুদ্ধে চুরির মামলা করেন। পুলিশ ১০ ডিসেম্বর ফেরদৌসের বাড়ি থেকে সিএনজিটি উদ্ধার করে।
এই ঘটনার জের ধরে শুক্রবার সকাল ১১টায় ফেরদৌস ও জসিমের নেতৃত্বে ৩০/৪০ জন লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র আশ্রাফের বাড়িতে হামলা চালিয়ে নারী ও শিশুসহ কয়েক জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাদের হাত থেকে ১৫ মাসের শিশু অন্তারও রক্ষা পায়নি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের মধ্যে জায়গা জমি নিয়েও বিরোধ রয়েছে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা