টেকনাফে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার হত্যা মামলার আসামী ইয়াছিন প্রঃ ইসুলোকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পল্লান পাড়া চৌমুহনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইসুলো টেকনাফ সদরের নতুন পল্লান পাড়া এলাকার ইসমাইলের ছেলে বলে জানায়।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, সন্ধ্যায় থানা পুলিশের এসআই কাঞ্চন কান্তির নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে পল্লান পাড়া চৌমুহনি এলাকায় অবস্থানের খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বহুল আলোচিত আওয়ামীগ নেতা সিরাজ মেম্বার হত্যা মামলার অন্যতম আসামী। তার বিরুদ্ধে অন্য মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৬/হিমেল