চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সুনিল হরিজন (১৬) ও বীর হরিজন (০৩) নামে দু’জন দগ্ধ হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলোনির বিধান হরিজনের বাড়িতে শীত নিবারণের জন্য আগুন জ্বালালে এ ঘটনা ঘটে।
দগ্ধদের পরিবার সূত্রে জানা গেছে, শীত নিবারণের জন্য সন্ধ্যায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির সবাই আগুন পোহাচ্ছিলেন। এ সময় হঠাৎ ঘরে আগুন ধরে যায়। এতে বীর ও সুনিল অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) পহলদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৬/হিমেল