দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। এঘটনায় আহতের সংখ্যা ১৫। শনিবার ভোরে ওই মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার রত্নাদীঘি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবলু এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৪-১৫৪৯) নামে একটি নৈশকোচ ঢাকা থেকে দিনাজপুর আসার পথে নবাবগঞ্জ উপজেলার রত্নাদিঘী নামক স্থানে বিপরীতগামী একটি বালুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৪৫৩১)-এর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালকসহ ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা ৩ জনই পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ আফরোজ