গাজীপুররে কাপাসিয়ায় যাত্রীসহ ইঞ্জিন চালিত একটি ট্রলার শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর এখন পর্যন্ত দুই জনের লাশ উদ্ধার করা হয়ছে। শুক্রবার রাতে ঘটা এ দুর্ঘটনায় আরাে ৮ জন নিখোঁজ রয়েছেন। নিহতরা হলো, নরসিংদী জলোর শিবপুর থানার পাড়াতলা গ্রামরে আব্দুল হাই বাবুল মিয়া্র ছেলে আতিক (২৫) ও একই গ্রামের তাজিম (১৪)।
জানা যায়, কাপাসিয়ার তারাগঞ্জ এইচ এন স্কুল এন্ড কলেজ মাঠে বিজয় দিবস উপলক্ষে তাজউদ্দিন-ময়েজউদ্দিন স্মৃতি সংসদ কনসার্টের আয়োজন করে। রাতে পারাতলা ঘাট থেকে নারী-শিশুসহ ২০-২১ জন যাত্রী ইঞ্জিন চালিত একটি ট্রলারযোগে তারাগঞ্জ বাজার খেয়াঘাটের উদ্দেশ্যে শীতলক্ষ্যা নদী পার হচ্ছিলেন। পথে মাঝ নদীতে যাওয়ার পর ট্রলারটি যাত্রীসহ হঠাৎ ডুবে যায়। এতে কমপক্ষে ১০ জন নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশন থেকে ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে হাজির হয়। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিকি ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধান চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার