লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর আজ সকাল ৯টার দিকে নবেজ উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়ছে। উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া শ্যাকের দীঘি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নবেজ উদ্দিন ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে নবেজ উদ্দিনের সম্পত্তি নিয়ে তার দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে বিবাদ চলছিলো। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার