রোহিঙ্গাবাহী ৮ নৌকাসহ অন্তত ৯৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ভোর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা ও বান্দরবানের ঘুমধুম সীমান্তে দিয়ে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাফ নদীর জলসীমার জিমংখালী, উনচিপ্রাং ও নায়াপাড়া পয়েন্ট দিয়ে তারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় শূন্যরেখা থেকে মিয়ানমারের দিকে তাদের ফেরত পাঠিয়ে দেয় বিজিবির টহলরত সদস্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার