বাগেরহাটে বাসের ধাক্কায় সোহাগ শেখ (৩০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাটের দড়াটানা ব্রিজের টোল প্লাজার সামনে পিরোজপুর-বাগেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সোহাগ শেখ বাগেরহাট সদর উপজেলার চিতলী বৈটপুর গ্রামের বাসিন্দা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, আজ সকাল দড়াটানা ব্রিজের টোলপ্লাজার সামনে একটি যাত্রীবাহী বাস একটি ভ্যানে ধাক্কা দেয়। এসময় ভ্যানটি উল্টে গিয়ে সোহাগ ঘটনাস্থলেই নিহত এবং আরও একজন গুরুতর আহত হন।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম