সাভারের চৌরঙ্গি সুপার মার্কেটে মোহনা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে গহনা ও নগদ টাকাসহ প্রায় কোটি টাকার সম্পদ চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে দোকানের ম্যানেজার চিত্ত রঞ্জন সরকার বিষয়টি জানান।
তিনি বলেন, সকালে দোকান খুলে দেখি সব তছনছ হয়ে আছে। এরপর পাশের দোকানের দেওয়াল ভাঙা দেখে সঙ্গে সঙ্গে মালিককে খবর দেওয়া হয়।
এ ঘটনায় মাকের্টের সন্দেহভাজন নিরাপত্তাকর্মী হান্নান ও নিরাপত্তা সুপারভাইজার আমির হোসেনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানায় পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম