রাজশাহীর চারঘাটে ৫০০ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চারঘাট-বাঘা মহাসড়কের রাওথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের জিয়াউর রহমান জিয়া (২৬) ও নগরীর মতিহার থানার শ্যামপুর গ্রামের আলমগীর হোসেন (২২)।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারঘাট-বাঘা সড়কের রাওথা এলাকায় ট্রাক থামিয়ে তাতে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় জিয়া ও আলমগীর নামের দুই মাদক ব্যবসায়ীকে।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম