দিনাজপুরে ভগ্নিপতির লোহার রডের আঘাতে শ্যালক মনোয়ার হোসেন মনার (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার ভোরে বিরল উপজেলার ধামইর ইউনিয়নের ধামইর (চৌধুরীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভগ্নিপতি শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহত মোঃ মনোয়ার হোসেন মনা দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়নের ধামইর (চৌধুরীপাড়া) গ্রামের শামসুল হকের ছেলে। অপরদিকে আটক ভগ্নিপতি বিরলের ফরক্কাবাদ ইউপি‘র তেঘরা মহেশপুর (জয়নুল মুদিখানা) গ্রামের মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম।
এ ব্যাপারে নিহতের ছোট ভাই রিয়াজুল ইসলাম ভগ্নিপতি শফিকুলকে আসামি করে বিরল থানায় মামলা দায়ের করেছে।
নিহতের ছোট ভাই রিয়াজুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার ফজরের নামাজ আদায় করে মনোয়ার হোসেন মনা (৩৫) নিজ শোবার ঘরে ঘুমিয়ে পড়ে। এরই মধ্যে বাড়ীতে চিকিৎসার জন্য আসা ফরক্কাবাদ ইউপি‘র তেঘরা মহেশপুর গ্রামের ভগ্নিপতি শফিকুল ইসলাম ঘুমন্ত অবস্থায় মনার ঘাড়ে লোহার রড দিয়ে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাড়ীর অন্যান্য লোকজন বেরিয়ে এসে মনা‘র রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়।
বিরল থানার ওসি মোঃ আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবেশীরা ভগ্নিপতি শফিকুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/হিমেল