কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে লুৎফর রহমান সাবু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গোরস্থানের কাছে এ হত্যাকাণ্ড হয়।
নিহত লুৎফর রহমান সাবু মিরপুর উপজেলার বাসিন্দা। তিনি কিছুদিন আগে বিএনপির রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। তবে কোনো দলেই তার কোনো পদ ছিল না।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম