কেরানীগঞ্জে মাদকসেবনের দায়ে শ্যামল মণ্ডল শ্যামা (৩০) ও শহিদুল ইসলাম (২৯) নামে দুই ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালত বেঞ্চ সহকারী ফজলুল হক, রাকিব হাসান চয়ন ও ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র দাশ।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম