'উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র' প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী জেলা প্রাশসন এর আয়োজনে নোয়াখালী জিলা স্কুলে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২টায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার দের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা ইউএনও নুরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এম.এ. সাত্তার, নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্যা খান সোহেলসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা। মেলায় প্রথম স্থান অধিকার করেন বিআরটিএ অফিস, ২য় হয় মহিলা বিষয়ক অফিস।
বিভিন্ন উন্নয়ন সংস্থাসহ এবারে মেলায় ৭০ স্টল বসেছে।