কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরনতুন বন্দর সীমান্তে বিজিবি সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সরকারি কাজে বাধাদান ও বিজিবি সদস্যদের মারপিট করার অপরাধে চোরাকারবারি ও গ্রামবাসীসহ ১২ জনকে অভিযুক্ত করে গত সোমবার রাতে বিজিবির পক্ষ থেকে ওই মামলা দায়ের করা হয়। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে এলাকার চিহ্নিত চোরাকারবারি শফিকুল ইসলাম সরকারকে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম মামলার কথা স্বীকার করে জানান, এ বিষয়ে তদন্তে মাঠে নেমেছে পুলিশ। অভিযোগে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতও রয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হবে।
প্রসঙ্গত, মাদক নামানো ও নোম্যান্স ল্যান্ডে গরু চড়ানোকে কেন্দ্র করে গত রবিবার চোরাকারবারিদের সঙ্গে যোগ দিয়ে সীমান্তবাসী টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলা করে। এসময় বিজিবির সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই বিজিবি সদস্যসহ ৪ জন আহত হয়।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৭/মাহবুব