বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু শপথগ্রহণ করায় আনন্দ মিছিল করেছে বাগেরহাট জেলা ছাত্রলীগ।
বুধবার বিকালে বাগেরহাট শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ও পৌর ছাত্রলীগের শত শত নেতাকর্মী অংশ নেয়।
বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি ইমরুল কায়েস পান্থ, কাজী মনজুর হাসান উল্কা, সন্দীপ দাশ, অনিক সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রিসাতুল ইসলাম অরিন, সাংগঠনিক সম্পাদক শেখ তাসবীর বাশার, অনিরুদ্ধ দাস, মো ফয়সাল, প্রচার সম্পাদক পিয়াস, পৌর ছাত্রলীগ সভাপতি উজ্জল সাহা, সাধারণ সম্পাদক রানা সরদার, শশী প্রমুখ। পরে জেলা আওয়ামী লীগের অসুস্থ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি'র সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।