টাঙ্গাইলের সখীপুরে দু’টি পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার ভোররাতে পৌরসভার পিচের মাথা এলাকায় আবুল হাসেমের পেট্রোলের দোকানে ও বিকাল ৪টায় পৌর এলাকার ইউসুফ আলীর পেট্রোলের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শিরা জানান, বুধবার ভোররাতে পৌরসভার পিচের মাথা এলাকায় আবুল হাসেমের পেট্রোল ও লেপ- তোষকের দোকানে অগ্নিকাণ্ডে দোকানে রাখা পেট্রোলের ড্রামসহ দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। একইদিন বিকাল ৪টায় পৌর এলাকার কচুয়া রোডের ইউসুফ আলীর দোকানে রাখা পেট্রোলের ড্রামে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় দোকান মালিক ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সখীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার গোলাম সারোয়ার জানান, 'একই দিনে দু'টি পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক। তবে যথাসময়ে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।'