মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় বাসের ধাক্কায় জগন্নাথ দাস (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলা মস্তফাপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে দ্রুত গতির পার্থসারথী নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় ১০জন গুরুতর আহত হয়। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জগন্নাথ দাসকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত জগন্নাথ শরীয়তপুরের পালং উপজেলার ধীরেন দাসের ছেলে। এ সময় রুবেল (২৫), শাহিদা (৪৫), সুলতানাসহ (১৪) ৯ জন আহত হয়েছে।
মাদারীপুর সদর থানার সেকেন্ড অফিসার ফায়েকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস পুলিশ হেফাজতে রয়েছে। চালক পালিয়েছে।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৭/মাহবুব