কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্বার করেছে বিজিবি। বুধবার ভোরে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে একটি দহলদল এসব ইয়াবা উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল টেকনাফ সাবরাং মগপাড়া সুপারি বাগান এলাকায় ওঁৎ পেতে থাকে। কয়েকজন লোক সুপারি বাগান এলাকা দিয়ে টহলদলে সম্মুখে আসলে টহল তাদের চালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই তারা দ্রুত দৌড়ে গ্রামের ভেতর পালিযে যাওয়ার চেষ্টা করে। এসময় টহলদল তাদের পিছু ধাওয়া করলে এক পর্যায়ে তাদের হাতে থাকা একটি ব্যাগ ফেলে পাশ্ববর্তী জঙ্গলাকীর্ণ বাগানের দিকে পালিয়ে যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ব্যাগটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৭/মাহবুব