বগুড়ার সারিয়াকান্দির চর থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছাত্রী সুরভী আক্তার (১৯) স্থানীয় তরনী ডিগ্রী কলেজের বিএ (পাস) প্রথম বর্ষের ছাত্রী এবং সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা গ্রামের সোনাপুর গ্রামের সুরুজ্জামানের কন্যা।
পরিবার জানায়, গত ৫ জানুয়ারী সুরভী কলেজে গিয়ে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার যমুনার ধারা বর্ষার চরের ১ নং গুচ্ছ গ্রামের নিকট গলায় ফাঁস দেয়া লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে।
চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ব্রজেম্বর জানান, কে বা কারা হত্যা করে লাশ ফেলে গেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৭/ সালাহ উদ্দীন