গোপন বৈঠক করার সময় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জামায়াত নেতা সাইদুর রহমানসহ জামায়াতের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোমস্তাপুর উপজেলার হাউসনগর গ্রামের জামায়াত কর্মী রেজ্জাকের বাড়ি থেকে তাদের আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ কামাল উদ্দিন ও সাবেক মেম্বর আশরাফুল অন্যতম।
সহকারি পুলিশ সুপার (গোমস্তাপুর) সার্কেল এসএম মাইনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। গোমস্তাপুর থানার ওসি শাহীন কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।