কুমিল্লার দাউদকান্দি ইজতেমাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ৬০বছর। বাসটি ৫০জন যাত্রী নিয়ে ফেনী থেকে বিশ্ব ইজতেমায় যাচ্ছিলো।
হাইওয়ে ইলিয়টগঞ্জ ফাঁড়ির এস আই মোঃ মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, গাজীপুরের ইজতেমাগামী বাসটি দাউদকান্দি দৌলতপুর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অজ্ঞাত পরিচয়ের ১জন নিহত হয়। এতে আরো ১৫ জন আহত হয়। লাশ এবং দুর্ঘটনায় কবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে।