লক্ষ্মীপুরে অস্ত্র ঠেকিয়ে কৃষক আব্দুর সাত্তারের কাছ থেকে দুই লাখ টাকার চেক আদায়ের পর অভিযান চালিয়ে সন্ত্রাসী জসীম ও তার ৩ সহযোগীকে আটক করেছে পুলিশ। এসময় জসিমের কাছ থেকে দুটি এলজি, একটি বন্দুক, ৬ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
একই সাথে তাদের কাছ থেকে ওই চেকসহ আরো ৪ লাখ টাকার চেক উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
বুধবার রাত ৯ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন। এর আগে বুধবার দিনভর জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।