সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের জামাল মেডিকেলের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে ওই এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় সকালে ওই যুবকের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম