টাঙ্গাইলের মির্জাপুরে সাইকেল কিনে না দেয়ায় বাবার ওপর অভিমান করে আনোয়ার হোসেন নামে এক মাদরাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে।
আনোয়ার হোসেন বাঁশতৈল গ্রামের আবুল মিয়ার ছেলে। সে বাঁশতৈল হাজী মইজ উদ্দিন দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানান, আনোয়ার হোসেন দরিদ্র পিতা আবুল মিয়ার কাছে একটি সাইকেলের বায়না করে। দরিদ্র বাবা তাকে সাইকেল কিনে দিতে না পারায় বাড়ির লোকজনের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। বুধবার রাতে খাবার খেয়ে বাড়ির লোকজনের সঙ্গে কথাকাটাকাটি করে নিজ ঘরে ঘুমাতে যায়। রাতের যেকোনো সময় আনোয়ার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে আনোয়ারের উঠতে দেরি হওয়ায় বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে আনোয়ারকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে মির্জাপুর থানায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম