টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে হাফিজুর রহমান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহরসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাফিজুর রহমান রংপুর জেলার পীরগঞ্জ এলাকার আমজাদ হোসেনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি যাতবাহী বাস মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই মোটর সাইকেল চালক নিহত হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/মাহবুব