সিরাজগঞ্জের শাহজাদপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে মাদকবিরোধী বক্তব্য দেয়ায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে পৌর শহরের চালতাতলা মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলো- উপজেলা সদরের দারিয়াপুরের জাহাঙ্গীর আলমের ছেলে বাবু হোসেন (২০), একই এলাকার আব্দুর রউফ শেখের ছেলে সবুজ শেখ (২৫), ইসলামপুর রামবাড়ি এলাকার রজব শেখের ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও শেরখালি এলাকার আব্দুস সালামের ছেলে আল মামুন (২৪)।
মুক্তিযোদ্ধা আবুল বাশার জানান, সকালে উপজেলা অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন আয়োজিত গণশুনানিতে তিনি মাদকবিরোধী বক্তব্য দেন। এতে মাদক বিক্রেতারা ক্ষুব্ধ হয়ে রাতে তার বাড়িতে হামলায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা আবুল বাশার বাদী হয়ে রাতেই আট মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম