দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে আজ সকালে সিরাজগঞ্জের তামাই উচ্চ বিদ্যালয় মাঠে দুনীর্তি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমেই দেশে দুর্নীতি প্রতিরোধসহ সততার বাণী ছড়িয়ে দিতে পারলে দেশ সুন্দর ও সমৃদ্ধ হবে।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া, গণসচেতনতা পরচিালক মনিরুজ্জামান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ প্রমুখ। পরে কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার