নাটোরের লালপুরে দুর্বৃত্তের গুলিতে মোশারফ হোসেন নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। নিহত মোশারফ হোসেন রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহম্মদ আলীর ছেলে ও লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে কলেজ থেকে মোটর সাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে লালপুর ও বাঘা সিমান্ত এলাকার বাদলিবাড়িতে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার