বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/সালাহ উদ্দীন
গোপালগঞ্জে নিয়োগে অনিয়মের অভিযোগে পৌর মেয়রসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় কর্মচারি নিয়োগে অনিয়মের অভিযোগে পৌর মেয়রসহ ১১ জনকে বিবাদি করে আদালতে মামলা দায়ের হয়েছে। মামলায় ঘুষ ও নানা অনিয়মের মাধ্যমে কর্মচারি নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার কোটালীপাড়া সহকারী জজ আদালতে সিফাত আহম্মেদ নামে এক ব্যক্তি বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন (মামলা নং-৯, তাং-১২.০১.২০১৭ ইং)।
বাদি নিজেও নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। নানা অনিয়ম করে পাম্প চালক পদে ৫ জনকে নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে এসব নিয়োগ বাতিলের দাবিতে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিবাদি করা হয়েছে পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম ও নিয়োগ কমিটিতে থাকা অন্য সদস্য এবং নিয়োগ প্রাপ্তদেরকে।
পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব ধরনের নিয়ম মেনেই নিয়োগ দেয়া হয়েছে। বাদি চাকরি না পেয়ে সংক্ষুব্ধ হয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/সালাহ উদ্দীন