চিকিৎসার নামে মাদারীপুরের শিবচরে এক লম্পট ভন্ড কবিরাজ বহু মেয়েকে ধর্ষণ করছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসার নামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পরে।
এদিকে মেয়েটির বিয়ের পর ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা প্রকাশ পেলে ঘর ভাঙে যায় নববধূ ঐ মেয়েটির। ঘটনার পর মেয়েটি থানায় মামলা করলে ঐ ভন্ড কবিরাজের চিকিৎসার নামে মেয়েদের ধর্ষণের ভয়াবহ কাহিনী বেরিয়ে আসে। এ ঘটনায় গ্রেফতারকৃত ভন্ড কবিরাজ তাজেল মুন্সীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ওই এলাকাবাসী।
দত্তপাড়া ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, ওই ভন্ড কবিরাজের কারণে অনেকের সংসার ভেঙেছে। সে অনেক মেয়ের সর্বনাশ করেছে চিকিৎসা দেয়ার নামে। মান সম্মানের ভয়ে কেউ প্রকাশ করেনি। আমরা ওর কঠোর শাস্তি চাই। এ ব্যাপার শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, অভিযুক্ত তাজেল মুন্সিকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার