দিনাজপুরের বাসের ধাক্কায় আব্দুল হাকিম নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত আব্দুল হাকিম (৫৫) দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউপির কৃষান বাজারের দেতৈইর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরের মহারাজা মোড় থেকে ফুলবাড়ী বাসস্ট্যান্ড সড়কের বালুবাড়ী শিক্ষাবোর্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি রেদোয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে অটোরিকশাটি যাত্রী নিয়ে মহারাজা মোড় থেকে ফুলবাড়ী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে আব্দুল হাকিম গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আব্দুল হাকিমকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ