বগুড়ার সারিয়াকান্দিতে রাস্তা সংস্কার বৈঠকে প্রতিপক্ষের হামলায় আহত হাটশেরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাইন তরফদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা গেছে।
জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউপির নিজ বরুরবাড়ী (ভেকিরপাড়া) গ্রামে রাস্তা সংস্কারকে কেন্দ্র করে ৭ জানুয়ারি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের উপস্থিতিতে বৈঠক বসে। বৈঠক চলাকালে ইউপি সদস্য মাইনের সঙ্গে একই এলাকার মোস্তাফিজার রহমান খোকা মাস্টারের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে খোকা মাস্টারের লোকজন তার ওপর হামলা চালায়। হামলায় ইটের আঘাতে ইউপি সদস্য মাইন গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গত বুধবার রাতে সে মারা যায়।
এদিকে ইউপি সদস্যর মৃত্যুর খবর পেয়ে ভেকিরপাড়া গ্রামের বিক্ষুব্ধ লোকজন খোকা মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউপি সদস্য মাইনের মৃত্যুতে তার ভাই শামীম আহম্মেদ বাদি হয়ে মোস্তাফিজার রহমান খোকাকে প্রধান আসামি করে ৫জনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একটি মামলা করে। গত সোমবার পুলিশ এই মামলার আসামী সবুজ মিয়াকে গ্রেফতার করেরেছে পুলিশ।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/সালাহ উদ্দীন