লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে জব্দকৃত প্রায় তিন লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ দুপুরে আলেকজাণ্ডার বাজার এলাকায় জব্দকৃত জাল ধ্বংস করা হয়।
রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার